তালেবানের হাত থেকে পাঁচ বছর পর মুক্তি
এক মার্কিন নারী, তার কানাডিয়ান স্বামী এবং তাদের তিন সন্তানকে পাঁচ বছরের বেশি সময় ধরে তালেবান জঙ্গিরা বন্দি করে রেখেছিল। পাঁচ বছর আগে তারা অপহৃত হয়েছিলেন।
এতদিন পর তারা জঙ্গিদের হাত থেকে মুক্তি পেয়েছেন। উদ্ধার করা পণবন্দীরা হলেন মার্কিন নাগরিক জোসুয়া বয়েল ও তার স্বামী কেবটল্যান কোলম্যান এবং তার তিন সন্তান। অপহরণের সময় কোলম্যান সন্তানসম্ভবা ছিলেন। এরপরেই তিনি দুই ছেলে এবং এক মেয়ে সন্তানের জন্ম দেন।
বৃহস্পতিবার গভীর রাতে তাদের একটি জঙ্গি ঘাঁটি থেকে অন্য এক ঘাঁটিতে সরিয়ে নেয়া হচ্ছিল। সেই খবর জানতে পারেন মার্কিন গোয়েন্দারা। তারা বিষয়টি পাক সেনা কর্মকর্তাদের জানান। পরে অভিযান চালিয়ে পণবন্দিদের উদ্ধার করা হয়।
তারা এখন নিরাপদে আছেন। এমনকী পাল্টা বিপদের আশঙ্কায় তাদের দেশেও ফেরত পাঠানো হয়েছে। পাক সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, সঠিক সময় সঠিক তথ্য পাওয়ার কারণেই এই অভিযান সফল হয়েছে। অভিযানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এটা পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটি ‘ইতিবাচক মূহূর্ত’।
টিটিএন/এমএস