আমিরাতে শ্রমিক আইনে ছুটির জানা-অজানা তথ্য
সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য কিছু আইন রয়েছে। তবে কোন সময় কার জন্য কী ধরনের আইন কার্যকর হবে তার ভিন্নতা রয়েছে। আসুন জেনে নেয়া যাক শ্রমিক আইনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
প্রত্যেক মাসে শ্রমিকরা দুই দিনের ছুটি পায়। তবে তাদের চাকরির বয়স যদি ছয় মাসের ঊর্ধ্বে এবং এক বছরের কম হয়, তাহলেই সেই ছুটি পায় তারা।
এছাড়া শ্রমিকরা কিছু সরকারি ছুটিও কাটাতে পারে বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। হিজরি বছরের প্রথম দিন, খ্রিস্টাব্দের প্রথম দিন, ঈদ-উল-ফিতর উপলক্ষে দুই দিন, ঈদ-উল-আযহা উপলক্ষে তিন দিন, ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে এক দিন, ইসরার জন্য এক দিন, শহীদ দিবসের জন্য এক দিন এবং জাতীয় দিবসে একদিন ছুটি কাটাতে পারে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত শ্রমিকরা।
বাৎসরিক এক মাসের ছুটির সময়ও শ্রমিককে পারিশ্রমিকের পাশাপাশি বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা দেয়ার বিধান রয়েছে। শ্রমিক অসুস্থ হলে তার চিকিৎসার জন্যও এক মাসের ছুটির বিধান রয়েছে।
বাৎসরিক ছুটির আগেই মালিকপক্ষ শ্রমিককে পরবর্তী মাসের বেতন দিয়ে দেবে। সে ক্ষেত্রে বাড়িভাড়াসহ অন্যান্য সকল ভাতা প্রদানেরও আইন রয়েছে।
কেএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রচুর অ্যাটাক ড্রোন তৈরির নির্দেশ কিম জং উনের
- ২ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ৩ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৪ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৫ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই