দূষণ ঠেকাতে দীপাবলি পর্যন্ত দিল্লিতে বাজি নিষিদ্ধ
দিওয়ালি বা দীপাবলির আগে দিল্লিতে বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট।
আদালত বলছে, এ পদক্ষেপের মধ্যে দিয়ে তারা মূলত পরীক্ষা করে দেখতে চান এর ফলে দিল্লির বায়ুর অবস্থার কোনো পার্থক্য হয় কি না। পৃথিবীতে যেসব শহরে বায়ু দূষণ সবচেয়ে বেশি দিল্লির অবস্থান তার মধ্যে অন্যতম।
১ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। দীপাবলি শুরু হচ্ছে ১৮ অক্টোবর।
ভারতের উত্তরাঞ্চলে দীপাবলি উৎসবকে হিন্দুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব বলে মনে করা হয়। এই উৎসবে ন্যায়ের কাছে অন্যায়ের পরাজয় উদযাপন করা হয়।
এর আগে ২০১৬ সালের নভেম্বরেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর চলতি বছরের সেপ্টেম্বরে সেটি আবার তুলে নেয়া হয়। এরপর বেশি কিছু পিটিশনের পরিপ্রেক্ষিতে আবার নিষেধাজ্ঞা এল।
তবে এরই মধ্যে যারা বাজি কিনে ফিলেছেন তারা সেগুলো ফাটাতে পারবেন।
গতবছরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল দীপাবলি উৎসবের পরে। সে সময় ধোঁয়শার কারণে দিল্লিতে তিনদিনের জন্য স্কুল বন্ধ পর্যন্ত রাখতে হয়েছিল।
এনএফ/জেআইএম