ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘ট্রাম্প আমাকে বিখ্যাত করেছেন’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:১১ পিএম, ০৯ অক্টোবর ২০১৭

প্রতিনিয়ত সমালোচনা করে বিখ্যাত করে দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা মারলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, ‘ট্রাম্প আমাকে প্রতিনিয়ত বিশ্বের কাছে বিখ্যাত বানিয়ে দিচ্ছেন।’

‘বিশ্বজুড়ে আমাকে বিখ্যাত বানিয়ে দিয়েছেন তিনি। সব সময় তিনি আমাকে উল্লেখ করেন, তারা আমাকে আরও বেশি ভালোবাসে’- ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনকে মাদুরো এসব কথা বলেন।

নিকোলাস মাদুরো বলেন, ‘তাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসকের এত বেশি কথা বলাটা তার জন্য সম্মানজনক।’ উল্লাস প্রকাশ করে ভেনেজুয়েলার এই প্রেসিডেন্ট বলেন, ‘তার মানে হচ্ছে, আমি সঠিক কিছুই করছি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই মাদুরো এবং তার নেতৃত্বাধীন স্যোসালিস্ট পার্টির সমালোচনা করেন। এ ব্যাপারে নিকোলাস মাদুরো বলেন, ‘মাঝে মাঝে মনে হয় ট্রাম্পই ভেনেজুয়েলার বিরোধীদের প্রধান হয়েছেন।’

সম্প্রতি ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। দেশটির সরকারি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। কারাকাস যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে ‘আগ্রাসন’ এবং ‘রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক ত্রাস’ হিসেবে উল্লেখ করেছে।

সূত্র : আরটি।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন