ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে হোটেলে অগ্নিকাণ্ড : ১৩ জনের প্রাণহানি

প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৯ জুন ২০১৫

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রতাপগড় জেলার বাবুগঞ্জ এলাকায় গয়াল রেসিডেন্সি হোটেলে শুক্রবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের প্রাণহানি হয়েছে। একই ঘটনায় আরো ২০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য এলাহাবাদের এস আর এন হাসপাতালে পাঠানো হয়েছে। আর সামান্য আহতদের প্রতাপগড় জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় দম আটকে বেশিরভাগ লোকের মৃত্যু হয়েছে।

সূত্র জানায়, রাতে হোটেল কক্ষে সবাই যখন ঘুমাচ্ছিলেন তখনই আকস্মিকভাবে আগুন লেগে যায়। এ কারণে অনেকে কিছু বুঝে ওঠার আগেই অগ্নিদগ্ধ হয়। আগুন মুহূতেই গোটা হেটেলে ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে হোটেলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

জেলা পুলিশ সুপার জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় হোটেল মালিক ও আরো দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া পুলিশি তদন্ত শুরু হয়েছে।

একে/পিআর