রাজপ্রাসাদে হামলার ভিডিও প্রকাশ করল সৌদি আরব
জেদ্দার আল সালাম রাজপ্রাসাদে হামলার ভিডিও প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার জেদ্দার রাজপ্রাসাদে হামলায় দুই রাজরক্ষী নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তারক্ষীদের গুলিতে এক হামলাকারীও মারা গেছেন। ভিডিওতে হামলার পরবর্তী দৃশ্য দেখা যাচ্ছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রাজপ্রাসাদে হামলার চেষ্টার তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবারের ওই হামলায় আহত হয়েছেন আরও তিনজন। রাজপ্রাসাদের পশ্চিম গেটের কাছে এক ব্যক্তি গাড়ি চালিয়ে পৌঁছানোর পর অতর্কিত গুলি ছুড়তে থাকে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় শনিবার বেলা সোয়া ৩টার দিকে হামলা হয়। হুন্দাই গাড়ি থেকে বেরিয়ে হামলাকারী নির্বিচারে গুলি নিক্ষেপ করে।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদি রাজরক্ষীরা তাৎক্ষণিকভাবে হামলাকারীকে মোকাবেলা করেন। পরে রক্ষীদের গুলিতে হামলাকারী নিহত হন। এতে অন্তত তিন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র বলেছেন, তদন্তের পর কর্মকর্তারা হামলাকারীকে শনাক্ত করেছেন। নিহত হামলাকারীর নাম মনসুর বিন হাসান বিন আলি আল-ফাহিদ আল-আমিরি। তিনি ২৮ বছর বয়সী সৌদি নাগরিক। হামলাকারীর কাছ থেকে একটি কালাশনিকোভ বন্দুক ও বেশ কয়েকটি বোমা জব্দ করেছে পুলিশ।
সূত্র : আল-আরাবিয়া।
এসআইএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুক্তি পেলেন ইরানে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানানো সেই তরুণী
- ২ হাইতির রাজধানীতে সংঘর্ষে ২৮ ‘সন্ত্রাসী’ নিহত
- ৩ যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করলে যুদ্ধে হারবে ইউক্রেন: জেলেনস্কি
- ৪ কলকাতা পুলিশের একাংশ দুর্নীতিগ্রস্ত-অপরাধী: পশ্চিমবঙ্গের রাজ্যপাল
- ৫ কিয়েভে যুক্তরাষ্ট্রের কর্মী-নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ