ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লন্ডনে পথচারীদের ওপর গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৭ অক্টোবর ২০১৭

লন্ডন পুলিশ বলছে, শনিবার লন্ডনের ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের পাশে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে এক ব্যক্তি। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বলছে, পশ্চিম লন্ডনের দক্ষিণ কেনসিংটনে মিউজিয়ামের বাইরে পর্যটকদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার এ ঘটনাকে সংঘর্ষ হিসেবে বর্ণনা করেছে পুলিশ। লন্ডন পুলিশ বলছে, ঘটনার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

মিউজিয়াম কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলছে, মিউজিয়ামের বাইরে ‘একটি গুরুতর ঘটনা’র পর পুলিশের সঙ্গে কাজ করছে তারা। এ বিষয়ে পরে আরো বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশ বলছে, ঘটনাস্থলে কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। এছাড়া লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসকেও তলব করা হয়েছে। টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে মাটিতে ফেলে চেপে ধরে রেখেছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা বিবিসির একজন প্রতিনিধি বলেছেন, পুলিশ তাকে জানিয়েছে যে, আঘাত ছোট ছিল। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, মিউজিয়ামের বাইরের এ ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হালনাগাদ তথ্য জানানো হচ্ছে।

চলতি বছরে লন্ডনে অন্তত পাঁচটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি হামলা চালানো হয় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে। সাম্প্রতিক জঙ্গি হামলার পর থেকেই ব্রিটেনে দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়; যা এখনো অব্যাহত আছে।

এর আগে গত মার্চে লন্ডনের ওয়েস্টমিনিস্টার সেতুর ওপর পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয় এক ব্যক্তি। এতে অন্তত চারজন নিহত হয়। গাড়ি চালিয়ে দেয়ার আগে পার্লামেন্ট ভবনের পাশে পুলিশের এক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করে হামলাকারী।

সূত্র : রয়টার্স, বিবিসি।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন