রাশিয়ায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১৯
রাশিয়ায় বাস এবং ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। রাজধানী মস্কো থেকে ১১০ কিলোমিটার পূর্বের ভ্লাদিমির শহরে স্থানীয় সময় শুক্রবার সকাল ৩টা ২৯ মিনিটে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
রাশিয়ার তদন্ত কমিটি ওই দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছে। তারা এ বিষয়ে তদন্ত করছে।
আঞ্চলিক স্বাস্থ্য পরিষেবার প্রধান আলেজান্দ্রে কিরিউখিন তাস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আঞ্চলিক অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, একটি বাস রেলক্রসিংয়ের ওপর উঠে যায়। সে সময় পশ্চিমাঞ্চলীয় সেইন্ট পিটার্সবার্গ শহর থেকে নিজনি নভগরোদ শহরগামী একটি ট্রেনের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। দুর্ঘটনায় নিহত সবাই বাসের যাত্রী। ওই দুর্ঘটনায় ট্রেনের কোনো যাত্রী আহত হয়নি।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা