ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বেলুচিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:২৭ এএম, ০৬ অক্টোবর ২০১৭

পাকিস্তানের বেলুচিস্তানের একটি সুফি মাজারে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৫ জন। স্থানীয় কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, এক আত্মঘাতী মাজারের প্রবেশদ্বারে বোমা মেরে নিজেকে উড়িয়ে দেন।

বৃহস্পতিবার বেলুচিস্তান প্রদেশের ঝাল মাগসি জেলার ফাতেহ পুর মাজারে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী মাজারের প্রধান প্রবেশদ্বারে হামলা চালায়।

তিনি আরো জানান, ওই আত্মঘাতী মাজারের ভেতরে প্রবেশের চেষ্টা করে কিন্তু পুলিশ তাকে বাঁধা দিলে এবং ফাকা গুলি ছোড়ার পর সে মাজারের প্রবেশদ্বারেই বোমা মেরে নিজেকে উড়িয়ে দেয়।

ঝাল মাগসির ডিএইচকিউ হসপিটালের চিকিৎসক রুকসানা মাগসী জানান, বৃহস্পতিবার তারা ১৮টি মৃতদেহ গ্রহণ করেছেন। আহত ২৫ জনের মধ্যে ২০ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়ায় তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

টিটিএন/পিআর

আরও পড়ুন