ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মধ্য আমেরিকায় ঝড়ে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:২৫ এএম, ০৬ অক্টোবর ২০১৭

প্রচণ্ড ঝড়ে মধ্য আমেরিকার তিন দেশ কোস্টারিকা, নিকারাগুয়া এবং হুন্ডুরাসে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। ঝড়টি এখন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। খবর বিবিসি।

ঝড়ের পর মধ্য আমেরিকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে। তাদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

Storm

ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাত, ভূমিধস এবং আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে রাস্তা-ঘাট বন্ধ হয়ে গেছে, ব্রিজ এবং বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোস্টারিকায় প্রায় ৪ লাখ মানুষ বিশুদ্ধ পানির অভাবে দিন কাটাচ্ছে এবং কয়েক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেখানে ঝড়ের আঘাতে প্রায় ছয়জন নিহত হয়েছে। কোস্টারিকা থেকে ঝড়টি নিকারাগুয়ায় আঘাত হানলে সেখানে আরো ১১ জন নিহত হয়।

Storm

অপরদিকে ঝড়ের আঘাতে হুন্ডুরাসে আরো তিনজন নিহত হয়েছে। সেখানে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।

কোস্টারিকায় সব ট্রেন সেবা স্থগিত রাখা হয়েছে এবং বৃহস্পতিবার বিমানের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন