আইএস দমনে যুক্তরাষ্ট্রের হামলা শুরু
ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপর শক্তিশালী হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আইএস দমনে শক্তিশালী জোট গঠনের পর গত দু’দিন ধরে দক্ষিণ-পশ্চিম বাগদাদ ও সিনজার পর্বতে হামলা চালানো হয়েছে।
ইরাকি বাহিনীর অনুরোধ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অনুমতি দেওয়ার পরপরই ব্যাপকহারে এ হামলা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
এর আগে গত আগস্ট থেকে ইরাকে শুধু মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা ও শরণার্থীদের উদ্ধারে আক্রমণ পরিচালনা করেছিল ওয়াশিংটন। এই প্রথমবারের মতো আইএস যোদ্ধাদের ওপর ব্যাপক আকারে হামলা শুরু হলো। এবারের অভিযানে ইতোমধ্যেই ১৬২টি বিমান হামলা চালিয়েছে দেশটি।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ চিন্ময় দাস ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
- ২ পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে পাকিস্তানে তুলকালাম, দফায় দফায় সংঘর্ষ
- ৩ ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই বিদেশি শিক্ষার্থী-কর্মীদের যুক্তরাষ্ট্রে ফেরার পরামর্শ
- ৪ পাকিস্তান সরকারকে মানবাধিকার রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৫ মিশরে লোহিত সাগর উপকূলে পর্যটকবাহী নৌকাডুবি, ১৬ জন নিখোঁজ