বিশাল অজগর মেরে ভেজে খেল এলাকাবাসী
ইন্দোনেশিয়ায় মানুষ এবং অজগরের লড়াইয়ে পরাজয় হয় বিশাল আকৃতির অজরের। পরাজিত অজগরকে প্রথমে বেঁধে রেখে পরে স্থানীয় লোকজন সাপটিকে খেয়ে ফেলে। আর এভাবেই দৈত্যাকৃতির অজগরটির দুর্ভাগ্যজনক পরিসমাপ্তি ঘটে।
শনিবার নিরাপত্তা কর্মী রবার্ট নাবাবান সাপটির মুখোমুখি হন সুমাত্রার বাতাং গানসাল জেলায় একটি পাম বাগানের রাস্তায়।
২৬ ফুট লম্বা সাপটিকে নাবাবান ধরার চেষ্টা করেন। এতে সাপটি তাকে আক্রমণ করে। চলতে থাকে মানুষ আর অজগরের লড়াই। এক পর্যায়ে গ্রামবাসীরা অজগরটিকে মেরে ফেলে। তবে মারাত্মক জখম হন নাবানান।
তবে ঠিক কী কারণে অজগরটিকে নাবাবান ধরার চেষ্টা করছিলেন, তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। বেশকিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গ্রামবাসীদের নিরাপত্তার কথা ভেবে তিনি এমনটা করেছেন।
আবার ভিন্ন মতও উঠে আসছে। তিনি রাস্তা পরিষ্কার করতে চেয়েছিলেন বলেও দাবি করছে কিছু গণমাধ্যম।
বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, অজগরটি নাবাবানের বাম হাতে ধারাল দাঁত বসিয়ে দিয়েছে। এতে ব্যাপক রক্ত ঝরেছে নাবাবানের। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
তাৎক্ষণিকভাবে নাবাবানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।
অজগরটি মেরে ফেলার পর প্রদর্শনের জন্য গ্রামের রাস্তায় সেটাকে ঝুলিয়ে রাখে এলকাবাসী। পরে অজগরটিকে কেটে টুকরো টুকরো করে ভেজে খেয়ে ফেলে তারা।
সূত্র : বিবিসি
কেএ/আইআই