ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কসোভোর সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ০৮:০৬ এএম, ১৮ জুন ২০১৫

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কসোভোর সাবেক প্রধানমন্ত্রী রামুস হারাদিনাজকে গ্রেফতার করেছে স্লোভেনিয়া। বুধবার স্লোভেনিয়ার রাজধানীর লিউবিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ। খবর বিবিসির।

গ্রেফতারের পর হারাদিনাজ বলেন, ‘স্লোভেনিয়ার এমন আচরণ ও ভূমিকা অগ্রহণযোগ্য এবং আমার ও কসোভোর জন্য এটা চরম অবমাননাকর।’
প্রসঙ্গত, যুদ্ধাপরাধের বিচার সংশ্লিষ্ট জাতিসংঘের এক আদালতে শুনানির জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন রামুস হারাদিনাজ।
যুদ্ধে সার্ব ও এর মিত্রদের ওপর নির্যাতন-নিপীড়ন ও অন্তত ৬০ জনকে হত্যার হুকুম দেওয়ার অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে। প্রথম থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন কসোভোর সাবেক এই প্রধানমন্ত্রী। ২০১২ সালে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

কিন্তু ১৯৯৮-৯৯ সালের যুদ্ধে বিদ্রোহী কমান্ডার হিসেবে তার ভূমিকার জন্য হারাদিনাজ ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। স্লোভেনিয়ার পুলিশ জানায়, ২০০৬ সালের ইন্টারপোল সেই ওয়ারেন্ট মোতাবেক হারাদিনাজকে গ্রেফতার করা হয়েছে।

এসকেডি/আরআইপি