ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে চার্চে গোলাগুলি : নিহত ৮

প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৮ জুন ২০১৫

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ২০০ বছরের ঐতিহ্যবাহী এক চার্চে বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) এই ঘটনা ঘটে।  খবর বিবিসি।

খবরে বলা হয়েছে, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ১১০ ক্যালহুন স্ট্রিটের ২০০ বছরের পুরনো ওই চার্চে হামলাকারী ব্যক্তিটি শ্বেতাঙ্গ যুবক বলে টুইটারে জানিয়েছে চার্লেস্টন পুলিশ। আনুমানিক ২১ বছর বয়সী ওই হামলাকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

মার্কিন গণমাধ্যমগুলো জানায়,  হামলার সময় চার্চের ভেতর সভা চলছিল। কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তিনি ওই হামলার সঙ্গে জড়িত রয়েছেন কীনা তা জানা যায়নি।

খবরে আরো বলা হয়, ইমানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিস্কোপাল চার্চ যা ‘মাদার ইমানুয়েল’ নামেই অধিক পরিচিত।  এটি প্রতিষ্ঠা হয়েছিল ১৮১৬ সালে।

এএইচ/আরআইপি