ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কিছুদিনের মধ্যেই স্বাধীন হবে কাতালোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৪০ এএম, ০৪ অক্টোবর ২০১৭

আর অল্প কিছুদিনের মধ্যেই স্বাধীনতা অর্জন করবে কাতালোনিয়া। কয়েকদিনের মধ্যেই স্পেন থেকে আলাদা হয়ে যাবে এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি। কাতালোনিয়ার নেতা কার্লেস পুজদেমন্ট বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।

রোববারের গণভোটের পর প্রথম সাক্ষাৎকারে কার্লেস বলেছেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা পরের সপ্তাহের প্রথমে তার সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে।

catalan

অপরদিকে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে বলেছেন, এই গণভোটের মাধ্যমে আয়োজকরা নিজেদেরকে ‘আইনের বাইরে’ নিয়ে গেছেন।

catalan

স্পেনকে ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের পরিস্থিতি খুবই গুরুতর। রোববার গণভোটে অংশ নেয়া কাতালোনিয়ানরা স্পেনের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। লাখ লাখ মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে ভোটে অংশ নেন।

catalan

স্পেনের সাংবিধানিক আদালত এই ভোটকে অবৈধ ঘোষণা করেছে। ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স জব্দ করে পুলিশ।

catalan

বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ৯ শতাধিক মানুষ। ভোটের সময় ৩৩ জন পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা।

টিটিএন/আইআই

আরও পড়ুন