ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আবারও বন্যায় ভাসছে আসাম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০২ অক্টোবর ২০১৭

আবার নতুন করে বন্যা দেখা দিয়েছে ভারতের আসাম রাজ্যের পাঁচ জেলায়। বন্যার ফলে ৭৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া ১৬ হাজার প্রাণী আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আসাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

চলতি বছরেই বেশ কয়েকবার বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এ এলাকা। আসাম, অরুণাচল এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাত নতুন করে সৃষ্ট এ বন্যার কারণ হিসেবে জানিয়েছে ভারতের আবহাওয়া কর্তৃপক্ষ।

বন্যার ফলে ৮৬টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামের তিনশ ছয় একর জমি নতুন করে পানির নিচে তলিয়ে গেছে।

রাজ্যের গোলপাড়ায় ৪১ হাজার, দক্ষিণ সালমারায় ২৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানিয়েছে ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ইতোমধ্যেই বন্যা কবলিত এলাকায় খোলা হয়েছে ১৮টি ত্রাণ শিবির। নয় হাজার নয়শ ৯৪ জন মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। বন্যার কারণে গত মাসেই অঅসামে ৭৬ জন প্রাণ হারিয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র : এনডিটিভি

কেএ/এমএস

আরও পড়ুন