ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে মধ্যস্থতায় ভারতের ‘না’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা শরণার্থী সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতায় ভারতের এগিয়ে আসার কোনো পরিকল্পনা নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্পুটনিক জানিয়েছে, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোহিঙ্গা শরণার্থী সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কোনো পরিকল্পনা নেই ভারত সরকারের।’

তবে রাশিয়ার এই সংবাদমাধ্যম এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার মন্তব্য প্রকাশ করেনি। এদিকে, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় মানবিক ত্রাণ সহায়তা দেয়ার ব্যাপারে শুক্রবার বাংলাদেশকে পুনরায় আশ্বস্ত করেছে নয়াদিল্লি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেছেন, বাংলাদেশে মানবিক ত্রাণ সহায়তা সরবরাহের ওপর গুরুত্ব দিচ্ছে ভারত। পরিস্থিতি মোকাবেলায় তারা সহায়তা বৃদ্ধি করছেন।

মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম সহিংসতায় উত্তপ্ত রাখাইন থেকে বাংলাদেশে পালিয়েছে। এদের অনেকেই সীমান্ত পাড়ি দিয়েছেন বাংলাদেশে আশ্রয় নেয়ার জন্য।

চলমান সঙ্কট মোকাবেলায় গত সপ্তাহে বাংলাদেশে ২১ হাজার ত্রাণ উপকরণ পাঠিয়েছে ভারত। ৯০০ টন ওজনের প্রায় ৬২ হাজার উপকরণ পাঠানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি। এসব উপকরণের মধ্যে রয়েছে, রেশন, কাপড়, তেল ও মশারি।

সূত্র : আইএএনএস।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন