ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সোমালিয়ায় সেনাঘাঁটিতে আল শাবাবের হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে সামরিক বাহিনীর ঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় অন্তত ১৭ জন সেনা নিহত হয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর দুজন জঙ্গি বারির সেনা ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটালে ওই ১৭ জনের প্রাণহানি ঘটে। হামলায় ঘাঁটির সাতটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামরিক বাহিনীর ওই ঘাঁটিতে বন্দুক ও গাড়ি বোমা নিয়ে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয় জঙ্গি গোষ্ঠী আল শাবাবের সদস্যরা। পরে তারা হামলা চালিয়ে ১৭ জন সেনার প্রাণহানি ঘটায়। নিহত সেনা এবং আত্মঘাতী হামলাকারী মিলে নিহতের সংখ্যা দাঁড়ায় ১৯ জনে।

আল-শাবাবের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব হামলার দায় স্বীকার করেছেন। শুক্রবার ফজরের নামাজের পর তাদেরই দুই জন সদস্য গাড়িবোমা হামলা চালিয়েছে। এছাড়া তারা ১৭ জন সেনাকে হত্যা করার তথ্যও জানিয়েছেন।

তিনি আরও জানান, হামলার পরপরই অন্য সেনারা ঘাঁটি ছেড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে গেছে। এখন গ্রাম ও ঘাঁটি তাদের দখলেই রয়েছে।

সোমালিয়া সেনাবাহিনীর কমান্ডার মুহাম্মদ হাজি আলি শুক্রবার সকালের হামলার বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে হতাহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন, জঙ্গি হামলায় সেনাদের মরদেহ মাটিতে ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে; পরে আল শাবাব জঙ্গিরা ঘাঁটি থেকে যানবাহন ও অস্ত্র লুট করে নিয়ে যায়।

সূত্র : আল জাজিরা

কেএ/আইআই

আরও পড়ুন