ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদিতে ১০ হাজারেরও বেশি অভিবাসী গ্রেপ্তার

প্রকাশিত: ০৯:২১ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

সৌদিতে অবস্থানরত ১০ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে মক্কা পুলিশ। সোমবার সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া এসব অভিবাসী শ্রমিক জেদ্দা, মক্কা ও তায়েফে অবস্থান করতেন।

পুলিশ বলেছে, অবৈধ অভিবাসী ধরার অভিযানের মধ্যে আবাসন ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে গত এক মাসে এই অভিবাসী শ্রমিকদের গ্রেপ্তার করা হয়েছে।

মক্কা পুলিশের এক মুখপাত্র আতি আল কুরেশি জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া এসব বিদেশিদের মধ্যে ভিক্ষুক, মুদি দোকানি ও গাড়ির পরিচ্ছন্নতাকর্মীও রয়েছে।