নরেন্দ্র মোদি জাতিসংঘে হিন্দিতে ভাষণ দেবেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের সাধারণ অধিবেশনে হিন্দিতে ভাষণ দেবেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রোববার এ তথ্য জানিয়েছেন।
হিন্দি দিবসে ভাষণ দেওয়ার সময় রাজনাথ সিং বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে প্রথম হিন্দিতে ভাষণ দেন অটল বিহারি বাজপেয়ী। একজন মন্ত্রী হিসেবে আমিও একবার জাতিসংঘে হিন্দিতে ভাষণ দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রীও সেখানে হিন্দিতেই ভাষণ দেবেন।’
হিন্দি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন রাজনাথ সিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন মোদি।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের ৫৫ ভাগ মানুষ হিন্দিতে কথা বলে। এ ছাড়া ৮৫ থেকে ৯০ ভাগ মানুষ হিন্দি বোঝে, যদিও ভাষাটি তাদের মাতৃভাষা নয়। তিনি আরো বলেন, ‘ভারতের সব ভাষার মা হচ্ছে সংস্কৃত। হিন্দি ও অন্য ভাষাগুলো তার-ই বোন সমতুল্য।’
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রে শোভাযাত্রায় গুলিতে ২ জন নিহত, আহত ১০
- ২ শেখ হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন
- ৩ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে: ড. ইউনূস
- ৪ মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দিচ্ছেন বাইডেন: রিপোর্ট
- ৫ বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করলো সৌদি আরব