রাখাইনে গণকবরে আরো ১৭ হিন্দুর মরদেহ
মিয়ানমারের রাখাইনে আরো একটি গণকবর থেকে ১৭ হিন্দুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর একটি গণকবর থেকে ২৮ হিন্দুর মরদেহ উদ্ধারের একদিন পর মিয়ানমার কবরেসরকার নতুন গণর সন্ধান পাওয়ার দাবি করেছে। মিয়ানমার সেনাবাহিনীর দাবি, রোহিঙ্গা বিদ্রোহীরা এই হিন্দুদের হত্যার পর গণকবর দিয়েছে।
গত ২৫ আগস্ট রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই হামলার পর রাখাইনে দেশটির সেনাবাহিনীর কঠোর অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে প্রবেশ করেছে।
জাতিসংঘ রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালানোর অভিযোগ করে বলছে, সাম্প্রতিক সহিংসতায় ৪ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে।
এদিকে, রাখাইনের এই অস্থিতিশীলতায় স্থানীয় বৌদ্ধ এবং সংখ্যালঘু হাজার হাজার হিন্দুও বাস্তুচ্যুত হয়েছেন। তারা বলছেন, রোহিঙ্গা বিদ্রোহীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
এরআগে রোববার মিয়ানমার সেনাবাহিনী জানায়, গণকবর থেকে তারা ২৮ হিন্দুর মরদেহ উদ্ধার করেছে। নিহতদের অধিকাংশই উত্তর রাখাইনের ইয়ে ব্য কিয়াওয়ের নারী এবং শিশু।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
এসআইএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার