ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘আমরা তৈরি করি আইআইটি, পাকিস্তান লস্কর’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭

জাতিসংঘের অধিবেশনে পাকিস্তানকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানকে ‘সন্ত্রাস ছড়ানোর কারখানা’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘের ভাষণে সুষমা বলেন, ‘ভারতের পরিচয় এখন তথ্যপ্রযুক্তি শিল্পে প্রথম শ্রেণির দেশ হিসেবে। পাক রাজনীতিকদের ভাবা উচিত তাদের দেশ কেন সন্ত্রাস ছড়ানোর কারখানা হিসেবে পরিচিত। আমরা (ভারত) আইআইটি, আইআইএম, এইমস তৈরি করেছি। পাকিস্তান তৈরি করেছে লস্কর, জইশ-ই-মহম্মদ। আমরা লড়ছি দারিদ্রের সঙ্গে। কিন্তু আমাদের প্রতিবেশীর (পাকিস্তান) লড়াইটা যেন শুধু আমাদের সঙ্গেই।’

সন্ত্রাসের সংজ্ঞা নিয়ে জাতিসংঘে ঐকমত্য তৈরির উপরে জোর দেন সুষমা। বলেন, ‘আমরা যদি জঙ্গিদের চিহ্নিত করে তালিকা না তৈরি করতে পারি তবে একসঙ্গে লড়ব কিভাবে?’

কাশ্মীর ইস্যু নিয়ে তিনি বলেন, ‘আমরা (ভারত) নতুন সার্বিক দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছি। আমাদের সমস্যার মধ্যে কোনো তৃতীয় পক্ষকে দরকার নেই।’

মোদী সরকারের বিতর্কিত নোটবন্দির সিদ্ধান্ত নিয়েও কথা বলেন সুষমা। তিনি বলেন, ‘নোটবন্দি সাহসী সিদ্ধান্ত। এর ফলে ভারত থেকে কালো টাকা উধাও হয়েছে।’

জাতিসংঘে সুষমা স্বরাজের এমন বক্তত্বের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় মোদী বলেন, ‘সুষমাজি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন কেন সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়া প্রয়োজন।’

আরএস/এমএস

আরও পড়ুন