লন্ডনে বন্ধ হচ্ছে উবার
অ্যাপভিত্তিক ট্যাক্সি সার্ভিস উবারের লাইসেন্স আর নবায়ন করা হবে না বলে জানিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএল। ব্যবসায়িক ক্ষেত্রে দায়িত্বশীলতাসহ বিভিন্ন জায়গায় বড় ধরনের ঘাটতি রয়েছে অ্যাপভিত্তিক এই প্রতিষ্ঠানটির বলে দাবি টিএফএল-এর।
এসব ঘাটতি নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলেও জানায় সংস্থাটি। তবে লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্তের বিপক্ষে অবিলম্বে আদালতে যাবার ঘোষণা দিয়েছে উবার কর্তৃপক্ষ।
উবার কর্তৃপক্ষের দাবি, লন্ডনে প্রায় ৩০ লাখেরও বেশি মানুষ এই সার্ভিসটি গ্রহণ করে এবং চালক আছে অন্তত ৪০ হাজার।
কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি জানান, লন্ডনবাসীর জন্য ঝুঁকি তৈরি হলে উবারকে আবার লাইসেন্স দেয়া হবে ভুল সিদ্ধান্ত।
এদিকে উবার এক বিবৃতিতে জানিয়েছে, যারা ভোক্তাদের পছন্দ সীমিত করে ফেলতে চায়, তাদের পথে চলছে ট্রান্সপোর্ট ফর লন্ডন ও শহরটির মেয়র। এই সিদ্ধান্তে বুঝতে অসুবিধা হয় না, লন্ডন উদার নয়।
এই অ্যাপভিত্তিক সার্ভিসটির বিরোধিতা যারা করে আসছেন তাদের মতে, এটি রাস্তায় শুধু যানজট তৈরি করে এবং চালকরা যেন আইন মেনে চলেন সে ধরনের কোনো নীতিও নেই প্রতিষ্ঠানটির।
বিবিসির যোগাযোগ বিষয়ক সংবাদদাতা টম এডওয়ার্ডস তার বিশ্লেষণে বলছেন, লন্ডনে উবার সার্ভিস চালু হবার পর সেখানে ক্যাব ও ট্যাক্সি সেবার চিত্র পুরো পাল্টে যায়।
সার্ভিসটিকে ঝামেলাপূর্ণ প্রযুক্তির ব্যবহার হিসেবে উল্লেখ করা হচ্ছে; সেটি সস্তা ট্যাক্সি সার্ভিস হবার কারণে লন্ডন শহরে জনপ্রিয়ও হয়ে ওঠে। তবে এ কোম্পানিকে ঘিরে লন্ডনে সমালোচনাও কম নয়।
উবারের কাজের ধরন ও শর্ত নিয়ে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, অন্যান্য ক্যাব সার্ভিসের চালক ও আইনপ্রণেতাদেরও আপত্তি রয়েছে।
এছাড়া উবারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে, এমনকি তারা সঠিকভাবে ‘ক্রিমিনাল চেক’ও করে না বলে অভিযোগ রয়েছে।
লন্ডনে উবারের লাইসেন্সের মেয়াদ চলতি মাসেই শেষ হয়ে যাবে। বিবিসি সংবাদদাতা বলছেন, উবারের লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্ত এই ইন্ডাস্ট্রিকে চমকে দেবে।
তাছাড়া ২০১২ সালে উবার আসার পর থেকে ক্যাবের সংগঠনগুলো এই কোম্পানির বিরুদ্ধে যে লড়াই চালিয়ে আসছে, তারাও বলতে পারছে না যে তারা জয়ী হয়েছে।
কারণ, উবার কর্তৃপক্ষ লন্ডন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।
আপিলের জন্য ২১ দিন সময় পাবে উবার। সেখানে তাদের আবেদন না টিকলে তা হবে উবারের চালকদের জন্য একটি বড় ধাক্কা।
বিশ্বের বিভিন্ন শহরে ব্যাপক জনপ্রিয় হলেও বিভিন্ন দেশে আইনি জটিলতা ও সমালোচনার মুখে পড়তে হয়েছে উবার কর্তৃপক্ষকে। বিবিসি বাংলা।
কেএ/আইআই