লিবীয় উপকূলে ৫০ শরণার্থীর মৃত্যুর শঙ্কা
লিবীয় উপকূলে নৌকাডুবে কমপক্ষে ৫০ শরণার্থী নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানী শেষ হয়ে তাদের নৌকা উল্টে যায়। এতে নৌকায় থাকা শরণার্থীদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।
ছোট নৌকাটিতে কমপক্ষে ১শ জন যাত্রী ছিল। স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ওই শরণার্থীরা লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর সাবরাথ থেকে গত শুক্রবার যাত্রা করেছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি বেশ কয়েকদিন ধরেই সাগরে অবস্থান করছিল। পরে জ্বালানি শেষ হওয়ায় এটি দুর্ঘটনা কবলিত হয়। ডুবে যাওয়া নৌকাটি থেকে আটটি মৃতদেহ এবং ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
লিবীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা সাব সাহারান আফ্রিকার নাগরিক।
ইউরোপে পাড়ি দেয়া অধিকাংশ শরণার্থীদের কাছে লিবিয়া একটি জনপ্রিয় রুট। লিবিয়া দিয়েই অধিকাংশ শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায়।
সাগরপথে ইউরোপের পথে পাড়ি দিয়ে এখন পর্যন্ত বহু শরণার্থী প্রাণ হারিয়েছে। তবুও প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা থামছে না।
টিটিএন/এমএস