ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মারিয়ার তাণ্ডবে ডমিনিকায় ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৪০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

হারিকেন মারিয়ার তাণ্ডবে ডমিনিকায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো ২০ জন। ক্যারিবিয়ান দ্বীপটির প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি।

তিনি স্থানীয় একটি টেলিভিশন স্টেশনে দেয়া সাক্ষাৎকারে বলেন, মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়নি এটা একটি অলৌকিক ঘটনা।

সোমবার ডমিনিকা দ্বীপপুঞ্জে ৪ মাত্রায় শক্তিশালী বেগে আঘাত হানে মারিয়া। হঠাৎ করে তীব্র বেগে আঘাত হানা মারিয়া দেশটিতে ব্যাপক ধ্বংসলীলা চালায়।

Maria

ডমিনিকায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট। হারিকেনের তাণ্ডবে ওই অঞ্চলে শত শত ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।

ডমিনিকা লণ্ডভণ্ড করে মারিয়া পুয়ের্তো রিকোর দিকে অগ্রসর হয়। পুয়ের্তো রিকো পুরোটাই বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

স্কেরিট জানিয়েছেন, এটা সত্যিই খুব মর্মান্তিক। আমরা এ ধরনের ধ্বংসলীলা আগে দেখিনি। তিনি বলেন, বাড়ি-ঘর ধ্বংস হয়েছে, স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দ্বীপের প্রধান হাসপাতাল এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন