ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রিটেনে রোজার সময় কমানোর প্রস্তাব!

প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৪ জুন ২০১৫

পৃথিবীর নানা প্রান্তে রোজা রাখার সময় নিয়ে বিতর্ক চলছে বিগত কয়েকশো বছর ধরেই। সেই বিতর্কের ধারবাহিকতায় এবার ব্রিটেনের একটি মুসলিম সংগঠন প্রস্তাব করেছে সেখানে রোজার সময়সীমা কমিয়ে আনতে।

গ্রীষ্মকালের দিন লম্বা হওয়ায় ব্রিটেনের মুসলিমদের এবার প্রতিদিন প্রায় ১৯ ঘন্টা রোজা পালন করতে হবে। ব্রিটেনে রোজা রাখার এই সময় মধ্যপ্রাচ্য বা বিশ্বের যেকোনো মুসলিম দেশে রোজা রাখার সময়ের তুলনায় বেশি। তাই গ্রীষ্মকালে রোজা রাখার সময়সূচি কিছুটা সংকুচিত করার প্রস্তাব করেছে ব্রিটেনের অন্যতম শীর্ষস্থানীয় এই মুসলিম সংগঠন কুইলিয়াম ফাউন্ডেশন।

কুইলিয়াম ফাউন্ডেশনের একজন ওলামা ড. ওসামা হাসান বলেছেন, এ বছরের গ্রীষ্মে ইংল্যান্ডে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার অর্থ হচ্ছে কোনো ধরনের খাবার বা পানি ছাড়াই প্রায় ১৯ ঘণ্টা কাটানো। একটা মানুষ এতো দীর্ঘসময় পানাহার ছাড়া থাকতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে পারে।

তাই তিনি বলেছেন রোজা রাখার এই সময় কয়েক ঘণ্টা কমিয়ে আনা যেতে পারে।

নিজের এই প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে ড.হাসান জানান, ইসলামে ভারসাম্য ও নমনীয়তার কথা বলা হয়েছে।

ব্রিটেন উত্তর মেরুর কাছাকাছি হওয়ায় গ্রীষ্মকালের মাঝামাঝি দিন খুব বেশি লম্বা হয়। সূত্র : বিবিসি

আরএএইচ/এলএ/এসআরজে