ভদ্র চালকদের জন্য পুরস্কার
শ্রীলংকার কলোম্বো শহরে চালকদের জন্য অভিনব পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ বলছে, যেসব চালক অন্য চালকদের প্রতি ভদ্রতা দেখাবে এবং রাস্তায় ভালো ভাবে গাড়ি চালাবে তাদের পুরস্কার দেয়া হবে।
ভাল গাড়ি চালকদের খুঁজে বের করতে সম্প্রতি তারা একটি প্রচারণা শুরু করেছেন। শহরের পুলিশ প্রধান বলছেন, প্রশিক্ষিত পুলিশ সদস্যরা শহরের বিভিন্ন রাস্তায় অবস্থান নেবেন।
তারা পুরস্কার পাওয়ার যোগ্য চালকদের খুঁজে বের করে তাদের গাড়িতে একটা স্টিকার লাগিয়ে দেবেন। এমন চালকদের হাসপাতালে বিনা পয়সায় ডাক্তারি পরীক্ষার জন্য বিশেষ ভাউচার পুরস্কার দেয়া হবে।
পুলিশ প্রধান বলছেন, চালকদের আইন শৃঙ্খলা মেনে গাড়ি চালানোর ব্যাপারে উৎসাহিত করতে তারা এমন পদক্ষেপ নিয়েছেন।
কিন্তু আইন অমান্যকারীদের জন্য উল্টো ব্যবস্থাও আছে। উল্টাপাল্টা করেছেন এমন চালকদের শাস্তি দেয়া হবে।
টিটিএন/জেআইএম