রোমানিয়ায় ঝড়ের আঘাতে নিহত ৮
রোমানিয়ায় একটি শক্তিশালী ঝড়ের আঘাতে আটজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশের পশ্চিমাঞ্চলে আঘাত হানা ওই ঝড়ের আঘাতে আরো কমপক্ষে ৬৭ জন আহত হয়েছে। খবর বিবিসি।
ঝড়ের আঘাতে হতাহতদের বেশিরভাগই তিমিসোয়ারা শহরের কাছাকাছি অবস্থান করছিলেন। সেখানে ঘণ্টায় ১শ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে গেছে।
ঝড়ের আঘাতে গাছ-পালা উপড়ে পড়েছে এবং অনেক বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে। কিছু জায়গায় পানি এবং বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিমিসোয়ারার মেয়র নিকোলা রোবু ডিজি-২৪ টিভি চ্যানেলকে বলেন, ‘আমাদেরকে ঝড়ের বিষয়ে আগে থেকে সতর্ক করা হয়নি। আবহাওয়া দপ্তরের খবরে শুধুমাত্র বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছিল।’
লোকজনকে নিরাপদে অবস্থান করতে এবং গাছ বা বিদ্যুতের লাইনের কাছাকাছি অবস্থান না করার আহ্বান জানিয়েছে
রোমানিয়ার জরুরি বিভাগ। ঝড়টি এখন ইউক্রেনের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
টিটিএন/জেআইএম