ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাশিয়ার সাথে আমেরিকার বিমান মহড়া বাতিল

প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৪

রাশিয়ার সঙ্গে পূর্ব নির্ধারিত একটি বিমান মহড়া বাতিল করে দিয়েছে আমেরিকা। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, ইউক্রেনে কথিত হস্তক্ষেপের কারণে এ মহড়া বাতিল করে দেয়া হয়।

আলাস্কার কাছে অনুষ্ঠেয় এ বিমান মহড়ায় আমেরিকা, কানাডা ও রাশিয়ার অংশ গ্রহণের কথা ছিল।

নোরাডের মুখপাত্র সার্জেন্ট চার্লস মার্শ বলেছেন, ইউক্রেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ও কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এ মহড়া বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

ভিজিল্যান্ট ইগল নামের এ মহড়ায় এই প্রথম জাপানের সেনাবাহিনী অংশ নেবে বলেও জানান এ মুখপাত্র । অবশ্য নোরাডের এ বিমান মহড়ায় ২০০৭ সাল থেকে রাশিয়ান ফেডারেশনের বিমান বাহিনী অংশগ্রহণ করছে।

ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।  -রেডিও তেহরান