ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিদ্রোহীদের হামলায় নাইজেরিয়ায় নিহত ৩৭

প্রকাশিত: ১০:০২ পিএম, ১২ জুন ২০১৫

চরমপন্থী সশস্ত্র গোষ্ঠীর হামলায় নাইজেরিয়ায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোর রাজধানী মেইদুগারিতে এ হামলা চালায় বিদ্রোহীরা। সেনা সূত্রে শুক্রবার এ খবর দিয়েছে আলজাজিরা।

খবরে বলা হয়, মেইদুগারি থেকে ৯০ কিলোমিটার দূরে পাঁচটি গ্রামে সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালিয়েছে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত।
নাইজেরীয় সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, এ সব হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে, বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়েছে।

২০০৯ সাল থেকে কট্টরপন্থী ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে বোকো হারাম। ছয় বছরের এ লড়াইয়ে ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।


এলএ