ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ভবন ধসে ১৭ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:১০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৪

নাইজেরিয়ার একটি গীর্জার ভবন ধসে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। বন্দরনগরী লাগোসের ইকোটানে এই দুর্ঘটনা ঘটে।
ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির (এনইএমএ) সমন্বয়কারী ইব্রাহিম ফেরিনলোয়ি শনিবার বলেন, ভবন ধসে আটকে পড়া ১২৪ জনকে তারা জীবিত উদ্ধার করেছেন।

এনইএমএ থেকে বলা হয়, গীর্জা ভবনটি দুই তলা বিশিষ্ট। ভবনের তলা আরও বাড়ানোর জন্য কিছুদিন ধরেই নির্মাণ কাজ চলছিল।

এখানে টিবি জোসুয়া নামে এক আধ্যাতিক ধর্মগুরু ধর্ম প্রচার করে থাকেন। অনুসারীরা তাকে ‘নবী’ বলেই মানেন। নাইজেরিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু অনুসারী প্রতি সপ্তাহেই তার কাছে আসেন। ইকোটানের ওই গীর্জায় প্রার্থনা করেন, জোসুয়ার বক্তৃতা শোনেন।