ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন কাতারের আমির

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সংকট শুরু হওয়ার পর এই প্রথম দেশের বাইরে সফর করছেন কাতারের আমির। বৃহস্পতিবার দু’দেশের শীর্ষ নেতার মধ্যে সাক্ষাৎ হওয়ার কথা।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এরদোয়ানের সঙ্গে সাক্ষাতে দ্বীপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে আলোচনা করবেন শেখ তামিম।

সন্ত্রাসবাদে সমর্থন, অর্থ সহায়তা এবং ইরানকে সমর্থনের অভিযোগে গত জুনে কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিসর। সে সময় থেকে দোহাকে পূর্ণ সমর্থন দিয়ে আসছেন এরদোয়ান এবং তার দেশ।

তবে এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার। দেশটির ওপর চার দেশের নিষেধাজ্ঞার বিষয়ে জোর গলায় বিরোধীতা করেছেন এরদোয়ান।

একই সঙ্গে কার্গো জাহাজ এবং কয়েকশ বিমানে কাতারকে খাবার পাঠিয়েছে তুরস্ক। কাতারে আঙ্কারার একটি সামরিক ঘাঁটি রয়েছে। কাতারের ওপর অবরোধের মধ্যেই সেখানে আরো সেনা মোতায়ের করেছে তুরস্ক।

তুরস্কের পর বার্লিনে সফর করবেন কাতারের আমির। এই সফরে তিনি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে সাক্ষাৎ করবেন।

টিটিএন/পিআর

আরও পড়ুন