ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রতিরক্ষা সদর দপ্তরে হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:২৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৭

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে সৌদি আরব। এরা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এপিএ।

প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটির কর্মকর্তারা জানিয়েছেন, আটক হওয়াদের মধ্যে ইয়েমেনের দুই নাগরিক রয়েছেন যারা নিজেদের পরিচয় গোপন রেখে ছদ্মনাম ব্যবহার করে দেশটিতে থাকছিলেন।

ওই হামলার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে সৌদির দুই নাগরিককেও আটক করা হয়েছে।

এর আগেও আইএসের ভয়াবহ বোমা হামলা এবং বন্দুক হামলার শিকার হয়েছে সৌদি আরব। দেশটির নিরাপত্তা বাহিনী এবং শিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, আটক হওয়া ওই ব্যক্তিরা বিস্ফোরক বেল্ট ব্যবহারের ট্রেনিং নিচ্ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে এবং সন্দেহভাজনদের কাছ থেকে গ্রেনেড এবং আগ্নেয়াস্ত্র জব্দ করেছে।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন