ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাতার সংকট ইতির সমর্থনে টুইট, সৌদিতে ধর্মীয় নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৭

কাতার সংকট ইতির সমর্থনে টুইট করার পর সৌদি আরব দেশটির বিখ্যাত এক ধর্মীয় নেতাকে গ্রেফতার করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর রয়েছে। খবর দ্য পেনিনসুলা কাতারের।

শেখ সালমান আল আউদা নামে ওই ধর্মীয় নেতার টুইটারে অনুসারীর সংখ্যা প্রায় এক কোটি ৪০ লাখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর অনুযায়ী, গেল সপ্তাহে তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে।

কাতার সংকটের সমাধান হতে পারে- শুক্রবার এমন একটি প্রতিবেদনের সমর্থনে তিনি শেষ টুইটটি করেছিলেন।

সেখানে তিনি লিখেছিলেন- মানুষের ভালোর জন্য আল্লাহ যেন তাদের অন্তরে সম্প্রীতি সৃষ্টি করেন।

কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের টেলিফোনে কথোপকোথনের পর সংকট সমাধানের আশায় তিনি টুইটটি করেছিলেন।

এনএফ/পিআর

আরও পড়ুন