ইরমা তাণ্ডবে ফ্লোরিডায় ৬৫ লাখ বাড়ি বিদ্যুৎহীন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানা আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমার আঘাতে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে রাজ্যের দুই তৃতীয়াংশ এলাকা। ঝড়ের কারণে অন্তত ৬৫ লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার পর্যন্ত ইরমার আঘাতে ফ্লোরিডায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।
এছাড়া এতে শার্লটলভিল ও জ্যাকসনভিল কাউন্টি, ন্যাপল, মিয়ামি পানিতে তলিয়ে গেছে। রাজ্যজুড়ে ভেঙে পড়েছে বিপুলসংখ্যক গাছপালা, ধসে পড়েছে অসংখ্য বাড়িঘর।
এরআগে গত শুক্রবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানে ইরমা। এতে অন্তত ৩৭ জনের প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।
ফ্লোরিডার গর্ভনর রিক স্কট বলেছেন, বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থানে সরে যাওয়া বাসিন্দাদের ফিরে আসতে আরও কিছু সময় লাগবে।
বর্তমানে ইরমা দুর্বল হয়ে ক্যাটাগরি ১-এ পৌঁছেছে৷ ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলগামী ঝড়টি এখনও বিপজ্জনক বলে জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রিক স্কট৷ এই অবস্থায় এটি ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে৷
এসআর