মেক্সিকোতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০
মেক্সিকোর দক্ষিণ উপকূলে বৃহস্পতিবার রাতে আঘাত হানা ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এদিকে ওই ভূমিকম্পের পর এখন মেক্সিকোতে আফটারশক (পরাঘাত) অনুভূত হচ্ছে।
জুছিতান শহরের প্রায় এক-তৃতীয়াংশ বাড়িই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নিহতদের মধ্যে ওই শহরেরই রয়েছেন প্রায় ৩৬ জন।
ওয়াক্সাসা ও চিয়াপাসের কর্মকর্তারা বলছেন, হাজারো ঘরবাড়ি ও স্কুলের ক্ষতি হয়েছে। হাজারো মানুষ পানির সংকটে রয়েছেন।
বারবার পরাঘাতের কারণে এখন ভয় কাটছে না সেখানকার মানুষের। রোববার সকালেও ৫.২ মাত্রার পরাঘাত অনুভূত হয়। ফলে অনেকেই খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন।
ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরে স্বল্প উচ্চতার সুনামি হয়েছে। গুয়েতেমালাতে প্রাণহানির খবর পাওয়া গেছে। মেক্সিকোর এই ভূমিকম্প ১৯৮৫ সালের পর সবচেয়ে শক্তিশালী। ১৯৮৫ সালের ভূমিকম্পে নিহত হয়েছিল ১০ হাজার মানুষ।
এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা