ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাপানে বাড়ছে শতায়ু মানুষ

প্রকাশিত: ০৭:৩৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৪

জাপানে শতবর্ষী বা তার বেশি বয়সের মানুষের সংখ্যা অনেক বেড়েছে। গত ৪৪ বছরের মধ্যে এ হার সবচেয়ে বেশি। আর শতায়ুদের বেশিরভাগই নারী।

১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে একশ’ বা তার বেশি বয়সের মানুষের সংখ্যা ৫৮ হাজার ৮২০ জনে দাঁড়িয়েছে। এক বছরের আগের চেয়ে এ সংখ্যা ৪ হাজার ৪২৩ জন বেশি। এদের মধ্যে ৮৭ দশমিক ১ শতাংশ নারী।

শুক্রবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গড়ে জাপানে প্রতি লাখে ৪৬ দশমিক ২১ শতাংশ লোকের বয়স একশ’ বা তার বেশি। মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউজি উমেমোতো বলেন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ও বয়স্ক সেবার মান উন্নত হওয়ায় বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মহিলা মিসাও ওকাওয়া (১১৬) ও পুরুষ সাকারি মোমোইও (১১১)। এ দুজনই জাপানের বাসিন্দা এবং গিনেস বুক অব ওয়ার্ল্ডে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

জাপানে স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯৬৩ সালে আদম শুমারী শুরু করে। তখন দেশটিতে শতবর্ষী লোকের সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। ১৯৯৮ সালে এই সংখ্যা এসে দাঁড়ায় ১০ হাজারে । প্রতি বছর জাপানে এখন শতবর্ষী লোকের সংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।