রাখাইনে গণহত্যার প্রতিবাদে হায়দরাবাদে সর্বদলীয় বৈঠক
রাখাইনে গণহত্যার প্রতিবাদে হায়দরাবাদে বুধবারের মাগরিবের নামাজের পর সর্বদলীয় গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে জামাত ইসলাম। চাত্তা বাজারে নিজেদের কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সব সংস্থা এবং দলকে এই বৈঠকে অংশ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংকট সমাধানে একটি খসড়া সমাধান প্রস্তাব করা হবে। রোহিঙ্গাদের প্রতি মানবিকতা ও বিবেকবোধ জাগ্রত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। গত কয়েক বছরে মিয়ানমারে বৌদ্ধ সম্প্রদায়ের হাতে গণহত্যার শিকার হচ্ছে রাখাইনের রোহিঙ্গা মুসলিমরা।
সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর অত্যাচার, নিপীড়ন, হত্যা, ধর্ষণের হাত থেকে বাঁচতে প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা মুসলিম নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৭ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পৌঁছেছে। রাখাইনে সহিংসতা শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গা দেশটিতে আশ্রয় নিয়েছে।
টিটিএন/এমএস