রোহিঙ্গা সঙ্কটে ইন্দোনেশিয়ার ‘ফর্মুলা ফোর + ওয়ান’ প্রস্তাব
রাখাইনে শান্তি-শৃঙ্খলা পুনঃস্থাপন ও শিগগিরই মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দিতে মিয়ানমারকে চার শর্তযুক্ত ‘ফর্মুলা ফোর প্লাস ওয়ান’ নামের একটি প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার মিয়ানমারের রাজধানী নেইপিদোতে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে সাক্ষাতের সময় এ প্রস্তাব দেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেন্টো মারসুদি।
রোহিঙ্গা সংকট সমাধানে জাকার্তার এই চার প্রস্তাব হলো :
এক. রাখাইনের স্থিতিশীলতা এবং নিরাপত্তা ফিরিয়ে আনা
দুই . সর্বোচ্চ সংযম ও অসহিষ্ণুতা প্রদর্শন
তিন. জাতি ধর্মনির্বিশেষে রাখাইনের সব মানুষের সুরক্ষা
চার. অবিলম্বে মানবিক সহায়তার প্রবেশাধিকারের ওপর গুরুত্বারোপ
ইন্দোনেশিয়ার এই চার প্রস্তাবের ব্যাখ্যা দিয়ে মারসুদি বলেন, প্রথম চারটি শর্ত হচ্ছে প্রধান বিষয়, যা শিগগিরই বাস্তবায়ন করতে হবে; যাতে মানবিক সংকট এবং নিরাপত্তা পরিস্থিতি খারাপ হতে না পারে।
এছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে রাখাইনে সহিংসতার ঘটনায় জাতিসংঘের স্পেশাল অ্যাডভাইজরি কমিশনের প্রতিবেদনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে ইন্দোনেশিয়ার এই প্রস্তাবে।
বৈঠকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রি গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে মিয়ানমারে ইন্দোনেশিয়ার বেসরকারি সহায়তার উচ্চ প্রতিশ্রুতি দেন তিনি। গত ৩১ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে ইন্দোনেশীয় হিউম্যানিটারিয়ান অ্যালায়েন্সের ত্রাণ সহায়তা শুরু হয়েছে বলে জানান।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ২ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৩ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৪ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৫ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?