প্রবাসীরা অনুমতি ছাড়া হজ করতে পারবে না
সৌদি আরবে বসবাসকারী প্রবাসীদের হজ করতে সৌদি সরকারের অনুমোদন লাগবে। সরকারি অনুমতি ছাড়া কেউ হজে গেলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন মক্কার পুলিশপ্রধান মেজর জেনারেল আবদুল আজিজ আল আসউলিএক।
শুক্রবার আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেসব প্রবাসী হজযাত্রী তাসরিয়া (অনুমতিপত্র) ছাড়া মক্কা ভ্রমণ করবেন, তারা ধরা পড়লে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জরিমানাসহ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।
এ লক্ষ্যে তায়েফ, মদিনা ও জেদ্দা থেকে মক্কার প্রবেশমুখে অত্যাধুনিক প্রযুক্তি স্থাপন করে তল্লাশি চালানো হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত বছর প্রায় ১৫ হাজার অনুমতিহীন হজযাত্রী ধরা পড়ে। তাদের মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে কঠোর শাস্তির বিধান এ বছর থেকে কার্যকর করা হবে বলে তিনি জানান।
প্রতিবছর অনেক সৌদি আরবপ্রবাসী নিজ উদ্যোগে মক্কা, মদিনায় গিয়ে হজ করে আসেন সরকারি অনুমোদন ছাড়াই। প্রবাসীদের এভাবে হজ পালন করা এ দেশের আইন অনুযায়ী অবৈধ। বৈধভাবে প্রবাসীদের হজ করতে হলে সরকার অনুমোদিত দাওয়াহ সেন্টার বা হজ কাফেলার মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে হজে যেতে হবে। হজের সব কার্যক্রম উক্ত দাওয়াহ সেন্টার বা হজ কাফেলার অধীনে করতে হবে।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৬, দেখামাত্র গুলির নির্দেশ
- ২ প্রথমদিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প
- ৩ চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির
- ৪ লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে ৩১ জন নিহত
- ৫ রাশিয়ার পক্ষে ছিলেন মেরকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও