ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের পার্থক্য

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ৩০ আগস্ট ২০১৭

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হার্ভের আঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। স্থানীয় কর্মকর্তারা ইতোমধ্যে সেখানে ৩০ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। ত্রাণকর্মীরা বন্যায় আক্রান্তদের উদ্ধারে দিন-রাত কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আক্রান্ত হিউস্টন থেকে ইতোমধ্যে সাড়ে তিন হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। শহরের পুলিশ দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

Donal-tramp

মঙ্গলবার উপসাগরীয় উপকূলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করপাস খ্রিস্ট্রি এলাকার উদ্ধার তৎপরতা সরেজমিনে পরিদর্শনে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে অ্যানাভিল ফায়ার হাউসের বাইরে নিরাপত্তাকর্মীদের গাড়ি বেষ্টিত অবস্থায় দুর্গতদের উদ্দেশ্যে সহানুভূতির ভাষণ দেন তিনি। ভাষণে উদ্ধারকর্মীদের কর্মতৎপরতারও ব্যাপক প্রশংসা করেন মার্কিন এ প্রেসিডেন্ট।

Donal-tramp

কিন্তু বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়াননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি সাবেক প্রেসিডেন্টদের মতো ক্ষতিগ্রস্তদের বুকে টেনে নেননি তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

নিচে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাবেক প্রেসিডেন্টদের মতাদর্শের কিছু পার্থক্যের চিত্র উপস্থাপিত হলো-

Donal-tramp

২৯ আগস্ট, ২০১৭ : বন্যায় আক্রান্ত হিউস্টনের করপাস খ্রিস্ট্রির অ্যানাভিল ফায়ার হাউসের বাইরে নিরাপত্তাকর্মীদের গাড়ি বেষ্টিত অবস্থায় দুর্গতদের উদ্দেশ্যে সহানুভূতির ভাষণ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

Donal-tramp

১৫ নভেম্বর, ২০১২ : হ্যারিকেন স্যান্ডির আঘাতে বিপর্যস্ত নিউ ইয়র্কের স্টেটেন দ্বীপে ক্ষতিগ্রস্তদের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষতিগ্রস্ত এক নারীকে সান্ত্বনা দিচ্ছেন তিনি।

Donal-tramp

হ্যারিকেন স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত এক নারীকে বুকে টেনে নিয়েছেন বারাক ওবামা।

Donal-tramp

২ সেপ্টেম্বর, ২০০৫ : তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হারিকেন ক্যাটরিনার আঘাতে মিসিসিপির বিলক্সিতে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত সান্ড্রা পিটারসনকে সান্ত্বনা দিতে নিজের বুকে টেনে নেন।

Donal-tramp

ক্ষতিগ্রস্ত প্যাট্রিক রাইটের বিধ্বস্ত ভবনের পাশে বসে তার অসহায়ত্বের কথা শোনেন জুনিয়র বুশ।

donal

ক্যাটরিনার আঘাতে সব হারানো দুই বোন কিম (বাঁয়ে) ও ব্রনুইন বাসিয়ারকে (ডানে) সান্ত্বনা দিচ্ছেন জর্জ ডব্লিউ বুশ।

Donal-tramp

৩ সেপ্টেম্বর, ১৯৯২ : হারিকেন অ্যান্ড্রুর আঘাতে লণ্ডভণ্ড হওয়া দক্ষিণ ফ্লোরিডা পরিদর্শনে যান ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বিল ক্লিনটন (পরবর্তীতে প্রেসিডেন্ট)। সেই সময় একটি শিবিরে আশ্রয় নেয়া তিন বছর বয়সী মার্সেডিজ উইলিয়ামস (বায়ে) এবং দুই বছর বয়সী গ্লেন মুর জুনিয়রকে কোলে তুলে নেন মার্কিন সাবেক এ প্রেসিডেন্ট।

Donal-tramp

হারিকেন অ্যান্ড্রুর আঘাতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে করমর্দন করছেন বিল ক্লিনটন।

এমএআর/এমএস

আরও পড়ুন