ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হেলিকপ্টারযোগে কারাগারে বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০৮ এএম, ২৮ আগস্ট ২০১৭

ভারতের বিতর্কিত ধর্ষক ধর্মগুরু রাম রহিমের বিরুদ্ধে রায় ঘোষণা করতে হরিয়ানার সুনারিয়া কারাগারে হেলিকপ্টারযোগে পৌঁছেছেন বিচারপতি জগদ্বীপ সিং। বহুল প্রতীক্ষিত এই মামলার রায় ঘোষণা করতে স্থানীয় সময় দুপুর দুইটা ১৬ মিনিটে সিবিআই’র বিচারপতি জগদ্বীপ সিং রোহতকের সুনারিয়া কারাগারে পৌঁছান।

বার্তাসংস্থা এএনআই বলছে, রায় শুনতে দুপুর ১ টা ৫৬ মিনিটে কারাগারে পৌঁছান ধর্মগুরু রাম রহিমের আইনজীবী এসকে নরওয়ানা। আড়াইটার দিকে রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণ মামলায় দুই পক্ষের আইনজীবীরা যুক্তি-তর্ক উপস্থাপন শুরু করেছেন।

ধর্ষণের অভিযোগে গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হওয়ার পর ভক্তদের সহিংসতার মাঝে হেলিকপ্টার যোগে বিতর্কিত এই ধর্মগুরুকে পঞ্চকুলা থেকে রোহতকের কারাগারে নেয়া হয়। শুক্রবার ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ার পর হরিয়ানা, পাঞ্জাব, দিল্লিসহ ভারতের বিভিন্ন অংশে দাঙ্গা ও অগ্নিসংযোগ করে রাম রহিমের ভক্তরা।

তবে সোমবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা কেন্দ্র করে যাতে একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেদিক বিবেচনা করে বিচারপতি জগদ্বীপ সিংকে হেলিকপ্টারযোগে রোহতকের কারাগারে নেয়া হচ্ছে। সেখানেই তিনি রাম রহিমের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন।

সূত্র : এনডিটিভি।

এসআইএস/আইআই

আরও পড়ুন