ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লন্ডনের পাতাল রেল স্টেশনে আগুন আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:১৮ এএম, ২৩ আগস্ট ২০১৭

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি পাতাল রেল স্টেশনে অগ্নি সতর্কতা জারির বিষয়ে তদন্ত করছে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার ব্যাংক অ্যান্ড মনুমেন্ট স্টেশনে ‘দোকল্যান্ডস লাইট রেলওয়ে’তে অগ্নি সতর্কতা জারির পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেড এক বিবৃতিতে বলছে, ব্যাংক স্টেশনে ‘দোকল্যান্ডস লাইট রেলওয়ে’তে অগ্নি সতর্কতা জারির ব্যাপারে কর্মীরা তদন্ত শুরু করেছে।

ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্র বলেন, স্থানীয় সময় রাত নয়টায় অগ্নি সতর্কতা জারির পর যথাযথ ব্যবস্থা হিসেবে ফায়ার সার্ভিসের চারটি অগ্নি নির্বাপক যন্ত্র ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি ব্যাংক স্টেশনের আশপাশে কিছু একটা পোড়ার গন্ধ পেয়েছেন।

লন্ডন পরিবহন কর্তৃপক্ষ বলছে, ব্যাংক স্টেশনের সঙ্গে সংযুক্ত সব পাতাল রেল স্টেশনের যেগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। তবে অগ্নি সতর্কতা জারির ফলে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র : রয়টার্স।

কেএ/এসআইএস/এমএস

আরও পড়ুন