ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূতকে আড়াই কোটি টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:২০ পিএম, ২২ আগস্ট ২০১৭

যুক্তরাষ্ট্রের পেনি স্টক কোম্পানির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ভারতীয় বংশোদ্ভূত আদেশ কুমার তিয়াগিকে দুই কোটি ৩৯ লাখ ২৪ হাজার দুইশ ৫০ টাকা জরিমানার রায় দিয়েছেন মার্কিন আদালত। সিস্টেমা অ্যামেরিকা নামের প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, সংবাদ বিজ্ঞপ্তিতে মিথ্যা অভিযোগ এবং প্রতারণা করেছেন আদেশ কুমার।

সিস্টেমা অ্যামেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি। এছাড়া প্রতিষ্ঠানটির বেশিরভাগ অংশিদারিত্বও ছিল আদেশ কুমারের। বর্তমানে ওই প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ক্লোউদিভা রাখা হয়েছে।

দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিজ্ঞপ্তিতে মিথ্যা অভিযোগ এবং প্রতারণার দায়ে আদেশ কুমারের বিরুদ্ধে চূড়ান্ত রায় দিয়েছেন।

১৭ আগস্ট যুক্তরাষ্ট্রের জেলা কোর্ট ক্যালিফোর্নিয়ার উত্তর জেলার একটি আদালত রায় দেন, আদেশ কুমার নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। সেকারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়।

চূড়ান্ত রায়ে বলা হয়, অাদেশ কুমার দুই কোটি ৩৯ লাখ ২৪ হাজার দুইশ ৫০ টাকা জরিমানা দেবেন।

সূত্র : এনডিটিভি

কেএ/এমএস

আরও পড়ুন