আফগানিস্তানকে সহায়তা করবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী হঠাৎ করে সরে গেলে সেখানে যে শূণ্যতা তৈরি হবে সেটি পূরণ করবে সন্ত্রাসীরা।
তিনি বলেন, তার প্রাথমিক ইচ্ছা ছিল আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি সরিয়ে নেয়া। কিন্তু পরে তিনি ইরাক থেকে সেনা সরিয়ে নেয়ার মতো ভুল না করার সিদ্ধান্ত নেন। ফোর্ট মাইয়ার সেনা ঘাঁটি থেকে ভাষণ দিয়েছেন ট্রাম্প।
সেনা ঘাঁটিতে দেয়া এই বক্তব্যে খুব বড় ঘোষণা আসবে বলা হলেও, আফগানিস্তানে মার্কিন কৌশলের বিস্তারিত কী হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
তিনি বলেন, কিছু শর্তের ভিত্তিতে তারা কৌশল নির্ধারণ করবেন। তবে সেনা সরিয়ে নেয়ার কোনো সময়সীমা ঘোষণা করা হবে না। যদিও ট্রাম্প বলেছেন, এটা কোনো ফাঁকা বুলি নয়।
ট্রাম্প বলেন, আমেরিকা আফগান সরকারের সঙ্গে কাজ করবে। দু’দেশের এ নিয়ে প্রতিশ্রুতি আছে। যতদূর অগ্রগতি হয় ততদূর কাজ করবো আমরা।
টিটিএন/জেআইএম