মরিচ খাওয়ার অদ্ভূত প্রতিযোগিতা
চীনের হুনান প্রদেশের নিংজিয়াং এলাকায় মরিচ খাওয়া অদ্ভূত এক প্রতিযোগিতা হয়। প্রতিযোগীদের মরিচ খেয়ে দেখাতে হয়।
এক মিনিটে কে কয়টা মরিচ খেতে পারে সেটাই মূলত প্রতিযোগিতা। যে বিজয়ী হয় তাকে ‘চিলি কিং’ বা ‘চিলি কুইন’-এর শিরোপা দেওয়া হয়।
প্রতিযোগিতায় যেসব মরিচ খেতে দেয়া হয় সেগুলো এতো ঝাল যে, প্রতিযোগীদের বসার জন্য বড় বড় পানির ড্রাম তৈরি করা হয়। সেই পানির মধ্যে বসেই মরিচ খাওয়ার প্রতিযোগিতা হয়। অংশগ্রহণকারীদের মুখ দেখলেই বোঝা যায় যে মরিচগুলো কত ঝাল।
সম্প্রতি নিংজিয়াংয়ে এই প্রতিযোগিতা হয়ে গেল। সেখানে অনেকেই অংশ নিয়েছিলেন। বিজয়ী হয়েছেন সু নামের একজন। এক মিনিটে তিনি ১৫টি মরিচ খেয়ে দেখিয়েছেন। পুরস্কারও পেয়েছেন। তবে তিনি এখন কেমন আছেন তা জানা যায়নি।
পর্যটকদের আকর্ষণ করার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘ দিন ধরে চলতে থাকা এই বিচিত্র প্রতিযোগিতায় একবার অংশ নেবেন নাকি আপনিও?
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠিতে ভারতের ‘নো কমেন্ট’
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা