ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘নওয়াজের পতনে বিদেশি শক্তির হাত আছে’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:০৫ এএম, ১৪ আগস্ট ২০১৭

বিদেশি শক্তিগুলো যখন দেখেছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরিফ দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন, তখন তারা চায়নি নওয়াজ ক্ষমতায় থাকুক। রোববার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’র (পিএমএল-এন) নেতা মুশাহিদুল্লাহ খান দেশটির জিটি রোডের পিএইচএ কলোনিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

মুশাহিদুল্লাহ খান বলেন, বিদেশি শক্তিগুলো পাকিস্তানকে পছন্দ করে না; কারণ এটা একটা ইসলামি রাষ্ট্র, তার ওপর পারমাণবিক অস্ত্রও রয়েছে দেশটির। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর পশ্চিমা বিশ্বের অপছন্দের কারণ। আঞ্চলিকভাবে পূর্ব দিকের শক্তি নীরবে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ায় হুমকির সম্মুখীন হচ্ছে পশ্চিমা বিশ্ব।

তিনি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পাকিস্তানের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে; সেটা চিন্তা-ভাবনা থেকে শুরু করে এনজিও এবং গণমাধ্যমের সাহায্যে।

মুশাহিদুল্লাহ অভিযোগ করে আরও বলেন, পাকিস্তানে শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকা দেখে নওয়াজকে হুমকি হিসেবে বিবেচনা করতো পশ্চিমা বিশ্ব।

তিনি বলেন, নওয়াজ চেয়েছেন বিচার বিভাগ, সেনাবাহিনী, গণতন্ত্র এবং গণমাধ্যমসহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে। পার্লামেন্টের হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকা দরকার। কারণ দেশের সবকিছু পার্লামেন্ট থেকেই বিচ্ছুরিত হয়।

নওয়াজ শরিফের বাড়ি ফেরার র্যা লি সম্পর্কে জানতে চাইলে মুশাহিদুল্লাহ জানান, তিনি এযাবৎকালে এ ধরনের বড় র্যাবলি দেখেননি। তার দাবি ওই র্যােলি কয়েক মাইল দীর্ঘ ছিল।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

কেএ/এসআইএস/পিআর

আরও পড়ুন