ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে নারী নির্যাতনের শীর্ষে উত্তর প্রদেশ, দ্বিতীয় পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৯ এএম, ১৪ আগস্ট ২০১৭

ভারতে নারী নির্যাতনের শীর্ষে উত্তর প্রদেশ এবং দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) ২০১৬-র রিপোর্টে এমন তথ্য ওঠে এসেছে।

রিপোর্টে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের তথ্য তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, সর্বশেষ ২০১৬ সালে সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। যার সংখ্যা ৪৮ হাজার ৭৫৭টি। দ্বিতীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ, নির্যাতনের সংখ্যা ৩৪ হাজার ২০৫টি এবং তৃতীয় স্থানে মহারাষ্ট্র। সংখ্যা ৩১ হাজার ৩০৮। ২৬ হাজার ৬৫২টি নারী নির্যাতনে ঘটনা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মধ্যপ্রদেশ।

২০১৪ ও ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দেশেটিতে নারী নির্যাতনের ঘটনা বেড়েছে। তবে কমেছে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের সংখ্যা। ২০১৪ সালে পশ্চিমবঙ্গে এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৩১২ এবং ২০১৫ সালে ৩৪ হাজার ৩৭৪টি। অধিকাংশ বড় রাজ্যে বেড়েছে এই নারী নিগ্রহের ঘটনা। এর মধ্যে উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র , হরিয়ানা, পাঞ্জাব রয়েছে।

এনসিআরবি’র প্রাথমিক রিপোর্টে অবশ্য আলাদা করে ধর্ষণ, শ্লীলতাহানি, ইভটিজিংয়ের মতো অপরাধের আলাদা করে কোনো তালিকা নেই।

আরএস/আইআই

আরও পড়ুন