ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:২০ এএম, ১৪ আগস্ট ২০১৭

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো আটজন। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ওয়াগাদোওগোওতে ওই হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি হোটেল এবং রেস্তোরাঁর বাইরে বসে থাকা লোকজনকে গুলি করেছে তিন বন্দুকধারী।

হোটেল এবং রেস্তোরাঁর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী। এদিকে, ওয়াগাদোওগোও এলাকা এড়িয়ে চলার জন্য দেশের নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাস।

Burkina-Faso

এর আগে গত জানুয়ারিতে একটি ক্যাফের কাছে একটি জিহাদি সংগঠনের হামলার ঘটনায় ৩০ জন নিহত হয়।

সাহেল এলাকায় আল কায়েদা সক্রিয় একটি শাখা ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে ওয়াগাদোওগোওয়ের ব্যস্ত কুয়ামি নুকরুমাহ এভিনিউতে ওই হামলা চালানো হয়।

হোটেল ব্রাভিয়া এবং আজিজ ইস্তাম্বুল রেস্তোরাঁ লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। হামলায় হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে শহরের একটি হাসপাতাল সূত্র বলছে হামলায় নিহতরা তরস্কের নাগরিক।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন