ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্ত্রী সন্তান বাঁচিয়ে আগুনে প্রাণ হারালেন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৩ আগস্ট ২০১৭

স্ত্রী ও সন্তান নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দাউ দাউ করে জ্বলে থাকে পুরো গাড়ি। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে স্ত্রী ও সন্তানকে গাড়ির বাইরে নিরাপদে বের করে দিতে পারলেও বাঁচাতে পারলেন না নিজের প্রাণ। আগুনে পুড়ে মারা গেলেন তিনি।

অত্যন্ত হৃদয়বিদারক এ ঘটনা ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু প্রদেশের কোয়েম্বাটুর এলাকায়।

স্থানীয় পুলিশ বলছে, রোববার কোয়েম্বাটুরে জ্বলন্ত গাড়ির ভেতর থেকে দুই সন্তান ও স্ত্রীর জীবন বাঁচিয়েছেন ৩৮ বছর বয়সী এক ব্যক্তি। কিন্তু শরীরের সঙ্গে বেঁধে রাখা সিট বেল্ট খুলতে না পারায় আগুনে পুড়ে মারা যান তিনি।

পুলিশের কর্মকর্তারা বলছেন, বেঙ্গালুরুর স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার শহর থেকে স্ত্রী, সন্তানসহ কোচির দিকে যাচ্ছিলেন। মাদুক্কারাই এলাকায় একটি টোল গেটের কাছে পৌঁছানোর পর হঠাৎই আগুন ধরে গাড়ির ইঞ্জিনে। রোববার সকালের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের সময় স্ত্রী ও সন্তানকে গাড়ি থেকে বাইরে বের করেন তিনি। কিন্তু সময় মতো নিজের সিট বেল্ট খুলতে ব্যর্থ হন। গাড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মারা যান তিনি।

গাড়ি থেকে বেরিয়ে আসা স্ত্রী ও সন্তান সুস্থ আছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : এনডিটিভি।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন